ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
মান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় মাছবাহী ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল থেকে পড়ে রাসেল হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মীরপাড়ায় প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রাসেল মোটরসাইকেলে করে মান্দায় যাচ্ছিলেন। পথে মীরপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।