ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিজুল ইসলাম (৫৩) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল মিয়া গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আজিজুল ওই এলাকার মৃত কাছু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী গোলাম ফারুক, শহিদুল ইসলাম ও সিদ্দিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে আজিজুলের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় আজিজুলকে একা পেয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন হামলাকারীরা। তার আত্মচিৎকারে ছেলে সোহেল মিয়া বাঁচাতে এলে তাকেও ছুরিকাঘাত করেন তারা।  

পরে স্বজনরা বাবা-ছেলেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৫ মার্চ ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।