ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

   

হবিগঞ্জ: হবিগঞ্জে হিরাজ মিয়া (৪৫) নামে এক ডাকাত সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। এসময় গণপিটুনিতে আহত আরেকজনকে পুলিশে দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
নিহত হিরাজ মিয়ার (৪৫) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামে।
 
জেলার লাখাই উপজেলার গোয়াকাড়া গ্রামবাসী মঙ্গলবার (২৬ মার্চ) গভীররাতে স্থানীয় ঝনঝনিয়া ব্রিজের কাছে তাকে পিটিয়ে হত্যা করেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ১৫টি ডাকাতি মামলার আসামি হিরাজ মিয়াকে পুলিশ খুঁজছিল। মঙ্গলবার রাতে মানুষের পিটুনিতে তার মৃত্যু হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লাখাই উপজেলার ঝনঝনিয়া ব্রিজের কাছে একদল ডাকাত যাত্রীদের মালামাল লুটে নিচ্ছিল। টের পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া করেন। এসময় স্থানীয় জনতা ডাকাতদলের সদস্য হিরাজ ও আব্বাস মিয়াকে ধরে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হওয়ায় হিরাজকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত অবস্থায় আব্বাস মিয়াকে লাখাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।