ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্রাট হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সম্রাট একই গ্রামের বড় মসজিদপাড়ার লিয়াকত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক মটর চালিয়ে পাইপ দিয়ে গোয়াল ঘরে গরুর গোসল করাচ্ছিলেন সম্রাট। অসাবধানতাবশত পানির পাইপসহ বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।