ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেল শতাধিক শিশুর পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেল শতাধিক শিশুর পরিবার

চাঁদপুর: বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় চাঁদপুরে ঈদ উপহারসামগ্রী পেয়েছে সুবিধাবঞ্চিত শতাধিক শিশু ও তাদের পরিবার।  

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শহরের আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশুর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর সরকারি কলেজে এ অনুষ্ঠান আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

ইউএনও বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছ্বাস সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বসুন্ধরা শুভ সংঘের সদস্য মো. বাসেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি আরমান চৌধুরী রবিন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, সাংবাদিক শরীফুল ইসলাম, তারুণ্যের অগ্রদূত এর প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, সাবেক সভাপতি লিও ইমরান খান, বর্তমান সভাপতি ফাহিম আল ইসলাম ও চাঁদপুর সরকারি কলেজ শাখা সভাপতি মনজুর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৫,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।