ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনে মিলল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১, ২০২৪
কমলাপুর রেলস্টেশনে মিলল এক ব্যক্তির মরদেহ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মে) এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের একটি ট্রেনে করে কমলাপুর আসেন ওই ব্যক্তি।

এরপর ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেখানেই মারা যান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় শনাক্ত করেন। এরপর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার নাম মোশাররফ হোসেন। বাবার নাম জয়বুদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বর্তমানে চট্টগ্রামে একটি সিকিউরিটি ফার্মে চাকরি করতেন তিনি। হয়তো অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০১, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।