ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মে ২, ২০২৪
গোদাগাড়ীতে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কাভার্ডভ্যান চাপায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সাড়ইলে এ দুর্ঘটনা ঘটে।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কাভার্ডভ্যানের চালককে আটক করে। নিহত বাইসাইকেল আরোহীর নাম আলিফ হোসেন (৩৫)। তার বাবার নাম সাজিদ হোসেন। বাড়ি উপজেলার শেখপুর কুমরপুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে আলিফ হোসেন বাইসাইকেলে চেপে রাজশাহীতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে একটি কাভার্ডভ্যান আসছিল। সাড়ইল এলাকায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে ওই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।