ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ৪, ২০২৪
সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (০৪ মে) সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক।

এর আগে শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।  

নাসিমা বেগম সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।  

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ