ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর-কর্মীদের মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর-কর্মীদের মারধরের অভিযোগ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই কর্মীকেও মারধর করে আহত করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি।  

আহতরা হলেন, বাকাল গ্রামের আব্দুল কালাম আকনের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও হরলাল বেপারীর ছেলে হরষিত বেপারী (২৪)। আহত দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আগামী ২৯ মে ভোটে আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আনারস প্রতীকে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রইচ সেরনিয়াবাত ও দোয়াত কলম নিয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি।

প্রার্থী যতীন্দ্রনাথ জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারের পাশ দিয়ে প্রচার গাড়ি ইজিবাইকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকে প্রার্থীর লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুর করেন। হামলাকারীরা প্রচার গাড়িতে থাকা দুই কর্মীকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দি‌য়েছেন বলে প্রার্থী জানিয়েছেন।

অভিযোগ পাননি বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ।

তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমি এ ধরনের কোনো ঘটনা শুনিনি। আপনার কাছে প্রথম শুনলাম। আমার কোনো কর্মী হামলা করেছেন প্রমাণ দিন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।