ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্রুটিপূর্ণ বিমান সরানোর পর চালু হলো সৈয়দপুর বিমানবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ত্রুটিপূর্ণ বিমান সরানোর পর চালু হলো সৈয়দপুর বিমানবন্দর

নীলফামারী: প্রায় ৪ ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। ত্রুটিপূর্ণ বিমান রানওয়ে থেকে সরিয়ে বন্দর সচল করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণের পর সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। বিমানটি রানওয়েতে থাকায় বন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। বিমানটির ত্রুটি সারানোর চেষ্টা করে বিফল হয়ে তা পার্কিংয়ে সরিয়ে নেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। তিনি বলেন, বিমানের ত্রুটি সারাতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ত্রুটি সারানো যায়নি। এ কারণে ফ্লাইট চালু করতে ত্রুটিপূর্ণ বিমানটি পার্কিংয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।