ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে আগুনে পুড়ল বাসাবাড়ির ১৮ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ৩০, ২০২৪
শ্রীপুরে আগুনে পুড়ল বাসাবাড়ির ১৮ কক্ষ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে মাওনা উত্তরপাড়া এলাকায় কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

বাড়ির মালিক কয়েস মিয়া জানান, মাওনা উত্তরপাড়া এলাকায় টিনশেডের তৈরির তার বাসাবাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরমধ্যেই আগুনে ওই বাসাবাড়ির ১৮টি কক্ষ ও টিভি, ফ্রিজ, খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।