ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ১০, ২০২৪
নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
 

নরসিংদী: নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (১০ জুন) সকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ছয় মাস ধরে তার কোনো চাকরি বা ব্যবসা ছিল না। এর আগে তিনি একটি শিল্প কারখানায়  শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের ছোট ভাই মো. লেলিন জানান, রোববার রাত ১২টার দিকে কয়েকজন লোক এসে আহমদুল কবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সোমবার সকাল ৬টার দিকে খবর পাই, বাড়ৈগাঁও স্কুলের মাঠে তার মরদেহ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।  


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।