ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালী-বনানীতে সরকারি দুই ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
মহাখালী-বনানীতে সরকারি দুই ভবনে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন এবং বনানী সেতু ভবনে আগুনের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আমরা ৪টা ৫০ মিনিটে আগুনের খবর পাই।  চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে গিয়েছে।

সন্ধ্যা সোয়া ৭টায় জানা যায়, সেতু ভবনে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তিনটি ইউনিট।

আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে কয়েকজনের প্রাণও গেছে।

উত্তরা পূর্ব থানা, মিরপুর-১০ গোলচত্বর ও বিটিভিতে আগুনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।