ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
টঙ্গীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। পরে এলাকাবাসী মরদেহ দুটি থানায় পাঠিয়ে দেয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ ও অপরজনের ৪০ বছর হবে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ দুটি থানায় পাঠিয়ে দেওয়া হলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটকের পর গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এসময় ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ দুটি থানায় পাঠিয়ে দেয়। রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।