ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুর: জামালপুর সদরে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মাঠ ও বাজার এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাইমা ইসলাম রুমু জানায়- প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রদান শিক্ষকের চেয়ারে বসে ধূমপান করেন। এছাড়াও তিনি নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুণ্ন করেছেন।  

দশম শ্রেণির শিক্ষার্থী শাহিদা সাবা সিনথি জানায়- প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।

দ্রুত প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় আন্দোলন চলমান রাখার হবে।

দশম শ্রেণির ছাত্রী মেঘলা বলেন- যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন। সে পর্যন্ত আমরা আমাদের আন্দোলন করে যাবো। আমরা ক্লাসে প্রবেশ করবো। আমরা ক্লাস বর্জন করবো।

বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুল হক। এছাড়াও বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। তিনি টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।