ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিব মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নিয়োগ বা‌তিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
পররাষ্ট্র সচিব মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নিয়োগ বা‌তিল

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

যে কারণে দায়িত্ব থেকে সরে গিয়ে বিদায় নিয়েছেন তিনি।

 রোববার (১ সেপ্টেম্বর) তিনি পররাষ্ট্র সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় দুই সপ্তাহ দেশের বাইরে ছিলেন। তিনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন।  

এদিন সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের উপস্থিতিতে মন্ত্রণালয় থেকে বিদায় নেন পররাষ্ট্র সচিব।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপকভাবে রদবদল আনা হয়। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার তিনি এলপিআর-এ যান।

২০১৯ সালের ৩১  ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ বিন মোমেন। এরপর ২০২২ সালের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে আরও  ২ বছরের জন্য  চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় তাকে। সে অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ ছিল। তবে সেই মেয়াদের আগেই তিনি বিদায় নিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।