ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসন: নাহিদ ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসন: নাহিদ ইসলাম

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা  জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এ ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

উপদেষ্টা শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তার ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে আদর করেন।

হাবিবুর রহমান গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।