ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
উল্লাপাড়ায় বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করে ফেরার পথে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) ও রুহুল আমিন (২৮)।

স্থানীয়রা জানান, আশরাফ ও রুহুল আমিন কৃষি শ্রমিক। তারা আজ বিকেলে মাঠে কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন তারা। ফেরার পথেই বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান দুজন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে মোহাম্মদ আবুল হাসানাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।