ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজ থেকে সপ্তাহে ৭ দিন বাসে ‘হাফ ভাড়া’ পাবেন শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আজ থেকে সপ্তাহে ৭ দিন বাসে ‘হাফ ভাড়া’ পাবেন শিক্ষার্থীরা

ঢাকা: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর হচ্ছে।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় এ ঘোষণা দিয়েছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

ওইদিন তিনি জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সব মেট্রোপলিটন এলাকায় শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। গণ-আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে হাফ ভাড়া নিচ্ছেন হেলপাররা। তবে যাদের সঙ্গে আইডি কার্ড নেই বা ইউনিফর্ম পরা নেই তাদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। এজন্য কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হেলপারদের তর্কবিতর্কও হতে দেখা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে ৫ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যা এখন থেকে সপ্তাহে ৭ দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।