ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল প্রত্যাহার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়।

 

রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রশাসনিক সমস্যাজনিত কারণে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।  

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার গোপীনাথ জিউর আখড়ায় প্রথমবারের মতো দুর্গাপূজার জন্য মূর্তি বানিয়ে পূজার আয়োজন চলছিল। দিনের বেলায় সেখানে পুলিশ সদস্যরা পাহারায় থাকেন। বুধবার (২ অক্টোবর) রাতে স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের সদস্যরা মূর্তি পাহারায় থেকে রাত সাড়ে ৩টার দিকে ঘুমাতে চলে যান। এরপর বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা মূর্তি ভাঙচুর করে পালিয়ে যান। এরপর বিষয়টি জানাজানি হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান।  

এ ঘটনার প্রতিবাদে মিছিল করেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা বিচার দাবি করেন।  

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।