ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লায় ছাত্রলীগের সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার সাবেক নেতার নাম মহসিন আলম খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য চুন্নু মিয়ার ছেলে। তাদের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।