ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেমন দেখতে চাই ভবিষ্যতের খুলনা শহর শীর্ষক গোলটেবিল বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
কেমন দেখতে চাই ভবিষ্যতের খুলনা শহর শীর্ষক গোলটেবিল বৈঠক

খুলনা: ‘নগরে ন্যায়সঙ্গত আন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বৈঠকে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও সিয়াম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।  মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা বলেন, নগরীর উন্নয়নকাজে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন ও  এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নগরীর বেশকিছু মূল সড়কের পাশে থাকা ডাস্টবিন থেকে দিনের বেলাতেও বর্জ্যরে দুর্গন্ধ ছড়ায়। এর থেকে নাগরিকদের রোগাক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। সকল আবর্জনা রাতের বেলা অপসারণের চেষ্টা করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবন-যাপনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান তৈরি ও বৃক্ষরোপন করে যথাসম্ভব সবুজায়নের চেষ্টা করা দরকার। যানজট নিরসনে সঠিক পরিকল্পনা প্রস্তুত এবং ইজিবাইক-রিকশাসহ অযান্ত্রিক যানের চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষিত করতে হবে। নগরীর ফুটপাথ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার কোন বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

গোলটেবিল বৈঠকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মোল্লা জাহাঙ্গীর হোসেন, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ শাহীন আখতার পারভীন, কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী, এনজিও ও সুশীর সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর পরিচালক গাউস পিয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিয়াম এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১,২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।