ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৩ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার 

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ধামরাইয়ে ৩ ডাকাত আটক,  দেশীয় অস্ত্র উদ্ধার 

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে টাকাসহ দেশীয় অস্ত্র।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম।  

এর আগে আজ ভোরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দলের আরও ৪ সদস্য পালিয়ে গেছে।

গ্রেপ্তাররা হলেন-ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পের মৃত শেখ ইমান আলীর ছেলে মিজানুর রহমান (২৫), ফিরোজের ছেলে ফজলু (২৮) ও শহিদুল ইসলামের ছেলে সজিব (২৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন বলেন, গতকাল রাতে সিরাজগঞ্জ থেকে ৭ জন ডাকাত যাত্রী বেশে একটি বাসে উঠে। সেই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। পরে ডাকাতরা বাসের চালককে জিম্মি করে টাঙ্গাইল হয়ে ধামরাইয়ের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে। যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য সুপার ভাইজারকে গলায় ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন। পরে যাত্রীদের কাছে থাকা ৮০ হাজার টাকাসহ মোবাইল ফোন লুটপাট করে। বাসটি  বেলিশ্বর এলাকায় পৌঁছলে জানালা দিয়ে লাফ দিয়ে গাড়ির একজন স্টাফ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা বাসটি থেকে ২ জন ডাকাতকে আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ২ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে আরও এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তাররা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা পেশাদার ডাকাত।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির ও ধামরাই থানার অফিসার ইনচার্জ  মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।