ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বরগুনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 

বরগুনা: বরগুনার বামনা উপজেলায় ডাকাতি করার সময় মোসা. ফাতেমা (৬৮) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে গেছে ডাকাতদল। এমন খবরে আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

 

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জমাদ্দার বাড়িতে খোরশেদ-ফাতেমা দম্পতির বসতঘরে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই জলিলুর রহমান।  

জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে বসবাস করতেন খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী মোসা. ফাতেমা। প্রতিদিনের মতো গত রাতেও তারা বাসায় নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লুট করে। তবে সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কত পরিমাণ টাকার মালামাল ডাকাতি হয়েছে তা জানা যায়নি। ডাকাতরা চলে যাওয়ার সময় গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে যায়। এলাকাবাসীর ধরণা ডাকাতদের চিনে ফেলায় হয়ত ফাতেমাকে হত্যা করেছে তারা।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।