ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মেহরাজ নামে এক তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে।

মেহরাজ একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, রোববার সকালের দিকে নিজ বাড়ি থেকে কয়েক বাড়ি পর মেহেরাজের মা এনজিও’র কিস্তির টাকা দিতে যান। এই সময় বাড়ির পাশে একটি পুকুরে সবার সবার অগোচরে ডুবে যায় ওই শিশুটি। পরে মেহেরাজের মা বাড়ি ফিরে দেখেন ছেলে পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।