ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা ওয়াসার ২ ডিএমডিকে বের করে দিলেন শ্রমিক কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
ঢাকা ওয়াসার ২ ডিএমডিকে বের করে দিলেন শ্রমিক কর্মচারীরা

ঢাকা: ঢাকা ওয়াসার দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক, কর্মচারীরা।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ঢাকা ওয়াসার ভবনে এ ঘটনা ঘটে।

ঢাকা ওয়াসার সূত্র এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, ওই দুইজন ডিএমডিরা হলেন একেএম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফাইন্যান্স)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, রোববার (১৭ নভেম্বর) দুপুরে অর্ধশতাধিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। তারা বিএনপিপন্থী ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারী। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে আসে। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে ফের বিক্ষোভ করেন।  

এ বিষয়টি জানতে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি একটি গণমাধ্যমে এ বিষয়ে জানান, মন্ত্রণালয়ের কাজের জন্য তিনি আজ ওয়াসা ভবনে যেতে পারেননি। তবে শুনেছেন কয়েকজন কর্মী দুই ডিএমডির সঙ্গে খারাপ আচরণ করেছেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।