ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক নির্মাণ কাজের প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক নির্মাণ কাজের প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন

ঢাকা: শরীয়তপুর (মনোহরবাজার)-ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শরীয়তপুর (মনোহরবাজার)-ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ কাজের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে জমা হয় চারটি। তিনটি দরপত্রদাতাই জিপি পোর্টালে নন-রেসপনসিভ হয়।

একজন মাত্র দরপত্রদাতা ওয়াহিদ কন্সট্রাকশন লিমিটেডের ১০৪ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকার দরপ্রস্তাবটি রেসপনসিভ বিবেচিত হয়। এ ক্ষেত্রে দরপত্রটিতে প্রতিযোগিতার অভাব পরিলক্ষিত হওয়ায় অধিক সংখ্যক দরদাতার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য টিইসি ও হোপের সুপারিশ বাতিল করে ক্রয় প্রস্তাবটির পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৮ম বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হলে সেটির অনুমোদন দেওয়া হয়।  

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে জিটুজি ভিত্তিতে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (সিপিপিইসি) ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন এবং রক্ষণাবেক্ষণে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।