ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আ. লীগ না, আপনি মানুষ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
‘মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আ. লীগ না, আপনি মানুষ’

রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ঘটনায় কাউকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, ‘ব্যক্তি হিসেবে কারও প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন। কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন। নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন, আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ। ’

সোমবার সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।