ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকায় চড়ে ইউপি চেয়ারম্যান হওয়া সাবেক ‘শিবির নেতা’ ইকবাল গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নৌকায় চড়ে ইউপি চেয়ারম্যান হওয়া সাবেক ‘শিবির নেতা’ ইকবাল গ্রেপ্তার

সিলেট: আওয়ামী লীগের টিকিটে ইউপি চেয়ারম্যান হওয়া সেই ইকবাল হোসেন ইমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়েরকৃত মামলার আসামি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাপগঞ্জের লক্ষানাবন্দ ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছেন।

২০২১ সালের ১১ নভেম্বর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউপিতে আওয়ামী লীগের হয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন ইমাদ। যেখানে সিলেট জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নের নয়টিতেই ভরাডুবি হয় নৌকার, সেখানে বিজয়ী ছয়জনের একজন ছিলেন তিনি।  

কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন ইকবাল হোসেন ইমাদ। তাকে নৌকার প্রার্থী করা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষোভ সামনে আসে।  

ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতাদের ‘ম্যানেজ’ করেই ইকবাল নৌকা প্রতীক বাগিয়ে নেন বলেও অভিযোগ ছিল। অবশেষে সবকিছু ছাপিয়ে নৌকা চড়ে চেয়ারম্যান নির্বাচিত হন ইকবাল হোসেন ইমাদ।

নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে তিনি আবারো আলোচনায় আসেন। আহত আওয়ামী লীগ নেতার এখলাছ আলী দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তারও অভিযোগ, ইমাদ আগে শিবির করতেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।