ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় সার্ক সচিবালয়ের পরিচালক (দারিদ্র্য বিমোচন ও তথ্য) হরি প্রসাদ ওদারিও উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্ক ও বিমসটেকের মহাপরিচালক আবদুল মোতালেব সরকার।
মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টাকে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রোগ্রামিং কমিটির পরবর্তী অধিবেশন আহ্বান, আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রম এবং সার্ক সনদের ৪০তম বার্ষিকী উদযাপনসহ সার্কের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি স্বীকার করেন যে সার্ক প্রক্রিয়াকে এগিয়ে নিতে বাংলাদেশ মুখ্য ভূমিকা পালন করছে।
পররাষ্ট্র উপদেষ্টা মহাসচিবকে বলেন, সার্কের কার্যক্রম এগিয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের (স্থায়ী কমিটি) সভা আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।
সার্ক সচিবালয়ের ম্যান্ডেট পূরণে এবং সার্ককে শক্তিশালী করার জন্য বাংলাদেশের মহাসচিবকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
টিআর/এসআইএস