ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটের যাত্রীদের থেকে আদায় অর্থ তছরুপ, বরখাস্ত ২ অ্যাটেনডেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
বিনা টিকিটের যাত্রীদের থেকে আদায় অর্থ তছরুপ, বরখাস্ত ২ অ্যাটেনডেন্ট

লালমনিরহাট: বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তছরুপ করার অভিযোগে দুইজন অ্যাটেনডেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।  

সোমবার (২ ডিসেম্বর) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত ও শোকজ করা হয়েছে।

বরখাস্তাদেশ প্রাপ্তরা হলেন- লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর অ্যাটেনডেন্ট সোহেল রানা (টি/নং ৬৪৪) ও আব্দুর রব রাহাত।

রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন ওই ট্রেনের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত।  

যাত্রীদের মধ্যে একজন এ দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে দেন। এ ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে রোববার লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কাছে যান ঢাকাপোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ তিনজন সাংবাদিক। ভিডিওটি দেখার পরেই সাংবাদিকদের ওপর তেড়ে উঠে হেনস্তা করেন ওই কর্মকর্তা। একপর্যায়ে তিনি সাংবাদিকদের রুম থেকে বের করে দেন।

এ ঘটনায় জেলার সাংবাদিকরা ফুঁসে উঠলে নিজের দায় এড়াতে তড়িঘড়ি করে অভিযুক্ত দুই অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে শোকজ করে তাদের সাময়িক বরখাস্ত করে সোমবার আদেশ জারি করেন রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু। শোকজের জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। একই সঙ্গে অপর এক আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্তও করা হয়।  

বরখাস্তের আদেশের চিঠিতে বলা হয়, বরখাস্তকালীন তারা খাবার বাবদ মূল বেতনের অর্ধেকসহ রেলওয়ের বিধিমতো অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।  

লাঞ্ছিত সাংবাদিকদের একজন ঢাকাপোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন বলেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ টাকা নিলেও তাদের রশিদ দেওয়া হয় না। এমন একটি ভিডিও আসে আমাদের হাতে। যা নিয়ে লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু'র মতামত জানতে তার কার্যালয়ে যাই আমরা তিনজন সংবাদকর্মী। এ সময় তিনি আমাদের ওপর তেড়ে উঠে হেনস্তা করে রুম থেকে বের করে দেন। যারা রাজস্ব আত্মসাৎ করল তাদের বরখাস্ত নয়, চাকরিচ্যুত করতে হবে। একই সঙ্গে যে কর্মকর্তা গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। নয়তো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে জেলার সাংবাদিকরা।  

লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু'র সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।  

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম জানান, ‘যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্তা করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।