ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিলোনীয়া স্থলবন্দর এলাকায় ফেনীর ছাত্র-জনতার বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বিলোনীয়া স্থলবন্দর এলাকায় ফেনীর ছাত্র-জনতার বিক্ষোভ

ফেনী: আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে উগ্র ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ফেনীর ছাত্র-জনতা।  

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফেনীর বিলোনীয়া বন্দর সীমান্ত এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

 

এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাসযোগে সীমান্ত এলাকায় আসেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ভারতের আগরতলায় যা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা দেশের প্রশ্নে এক। দেশের যেকোনো সংকটে মানুষ প্রাণ দিতে প্রস্তুত।  

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম। ওমর ফারুক শুভ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।