ঢাকা: রাজধানীর দয়াগঞ্জ মোড়ে বাসযাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় কালাম (৪২) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলেছেন সেখানে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দয়াগঞ্জ মোড়ে বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল নিয়ে ওই ছিনতাইকারী পালাতে চাইলে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুন।
ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগ থেকে জানা যায়, প্রতিদিনের মতো দয়াগঞ্জ মোড়ে দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট মো. আল মামুন। সকাল সাড়ে ১০টার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিল। বাসটিতে ওঠার সময় খন্দকার আশরাফুল নামে এক যাত্রীর প্যান্টের পকেট হতে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন কালাম। তখনই তাকে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ধরে ফেলেন সার্জেন্ট মামুন।
পরে বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হলে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর মোবাইল ফোনটি যাত্রী খন্দকার আশরাফুলের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোনটি ফিরে পেয়ে খন্দকার আশরাফুল ট্রাফিক সার্জেন্ট মো. মামুনকে ধন্যবাদ জানান। তাছাড়া তিনি বাংলাদেশ পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এজেডএস/এইচএ/