ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণ-নগদ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণ-নগদ টাকা ছিনতাই আহত নান্টু প্রামাণিক

নওগাঁ: আত্রাই উপজেলায় নান্টু প্রামাণিক (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নান্টু প্রামাণিক জানান, গতকাল রাতে   দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

পথে আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছালে ছিনতাইকারীরা তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপরি আঘাত করে তার ব্যাগে থাকে ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি রূপা ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।