ঢাকা: ঢাকা ওয়াসার মজুদ মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য আট সদস্যের নজরদারি টিম গঠন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
সচিব মশিউর রহমান খান নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে জানান, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়। পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসঙ্গতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন ব্যবহার হয়েছে কিনা তা যাচাই করতে হবে।
পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরবর্তীতে বাস্তবায়ন করছে কিনা তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসঙ্গতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, এ নজরদারি টিমের আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির হিসাব বিভাগের উপ-প্রধান অর্থ কর্মকর্তা আনিসুর রহমান পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার অভ্যন্তরীণ অডিট বিভাগের অডিট অফিসার শহিদুল হককে। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন ঢাকা ওয়াসার এমআইএস বিলিং বিভাগের প্রোগ্রামার আরিফ উজ্জামান, কমন সার্ভিস বিভাগের সহকারী সচিব মোরশেদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার এনামুল হক, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী তৌফিক হাসান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা রোকন-উজ-জামান।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমএমআই/আরআইএস