ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ধর্ষণের বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা

যশোর: দেশজুড়ে চলমান নৈরাজ্য এবং নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়।

 

‘যশোর জেলার সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় লাল ফেটা বেঁধে, হাতে নানা স্লোগ্নানসংবলিত ফেস্টুন নিয়ে মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করেন।  

তারা স্লোগান দেন, ‘বৈষম্যহীন বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘মুগ্ধর বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

প্লাগার্ডে লেখা ছিল ‘বাড়ি ফেরা নিরাপদ করার দায়িত্ব সরকারের, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘গণআন্দোলনের চেতনা, সন্ত্রাসী রাষ্ট্র না’।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।