ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কারওয়ানবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
কারওয়ানবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালু (২৩)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব- ২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।  

তিনি জানান, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার একটি টহল দল কারওয়ান বাজার এলাকায় টহলরত অবস্থায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীন আলমকে মাদক বিক্রি করতে দেখলে গ্রেপ্তার করে। তখন ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের একত্রে করে দেশীয় অস্ত্র চাপাতি ও ছুরি দিয়ে পুলিশের টহল দলের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

তিনি আরও জানান, এ ঘটনায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হলে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে  গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে শাহীন ও কালুকে কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করে। শাহীন কাওরানবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  

এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।