কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ৪৯টি এক হাজার টাকার জাল নোটসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুতুপালং বাজার থেকে রাবেয়া (৪১) নামে ওই নারীকে আটক করা হয়।
তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এবং নুরুল হাকিমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
পুলিশ জানায়, আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র।
বিষয়টি মাথায় রেখে কাজ করছে পুলিশ। রাবেয়া জাল টাকা লেনদেন করছিলেন। খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় তার কাছ থেকে মোট ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাবেয়া স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে মিলে জাল টাকা ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। রাবেয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার এক সহযোগীর নাম নিশ্চিত হওয়া গেছে, পাশাপাশি অজ্ঞাত আরও তিন-চারজনের নামে উখিয়া থানায় বিশেষ আইনে মামলা করা হয়েছে।
ওসি মো. আরিফ হোসাইন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছে একটি চক্র। তবে পুলিশ সক্রিয় রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআই