নড়াইল: পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা এবং হোসেল হাসান গালিবের বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাসুল (স.) কে নিয়ে কটূক্তি করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চৌরাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসটার্মিনালের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলটির জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং আনসার ভিডিপি জামে মসজিদের খতিব মাওলানা মহসিনুদ্দিন।
বক্তারা রাখাল রাহা এবং সোহেল হাসান গালিবের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএইচ