ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার সমাপনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার সমাপনী

খুলনা: খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শেষ হয়েছে। বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বইয়ের মূল্য কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না। একখানা বই অমূল্য সম্পদ। বইমেলার বানিজ্যিক আবেদনের পাশাপাশি এর সামাজিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। বইমেলা প্রাণের মেলা। অন্য অনেক বইমেলা দেখেছি, কিন্তু খুলনার এ বইমেলা অন্যরকম। এ বইমেলাকে ঘিরে খুলনার মানুষের যে প্রাণচাঞ্চল্য, তা অনবদ্য ও অসামান্য। খুলনার এ বইমেলা তার সৃজনশীলতাকে উত্তরোত্তর বৃদ্ধি করে জাতীয় পযায়ে স্থান করে নেবে, এ আমার দৃঢ় বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সাবেক শিক্ষা অফিসার ফারহানা নাজ, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।