নওগাঁ: নওগাঁ-পাবনা রুটে বিআরটিসির বাসে ডাকাতির ঘটনায় ৬ জনকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপর গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে পত্নীতলা থানা পুলিশের একাধিক টিম পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে ২ জন, গাইবান্ধা জেলা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১ জনসহ মোট ৬ জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে আটক করে। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমএম