খাগড়াছড়ি: পানছড়ি উপজেলায় দুটি আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় রূপসি চাকমা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) পানছড়ির দুর্গম উত্তর দুদুকছড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা। তারা হাতিমারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকাল থেকে দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। এতে দুই পক্ষের কেউ হতাহত হয়নি। তবে গোলাগুলিতে হেমন্তের স্ত্রী রূপসি নিহত হন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এক গৃহবধূ নিহত হয়েছে বলে জেনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এডি/এমজে