ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

আরামবাগে প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
আরামবাগে প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ড প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকার আরামবাগ নটরডেম কলেজের পাশে একটি প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (৫ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল নটরডেম কলেজের পাশে বিসমিল্লাহ নামে একটি প্রিন্টিং প্রেসে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিন্টিং প্রেসের ভেতরে ওয়েলডিংয়ের কাজ চলছিল সেখান থেকে এ আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।