গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে আমবাগ এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে কোনাবাড়ি মডান ও চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫।
আরএস/আরএইচ