দিনাজপুর: দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি বড় ট্রান্সফরমা পুড়ে গেছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জেলা শহরের বালুবাড়ী সংলগ্ন বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি ফোন কলে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়। বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করে তিনি নিজে কার্যালয়ে রওয়ানা দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট এসে ওই কাজে যুক্ত হয়। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, আগুনের ফলে ওই স্টেশনের পুরোনো চারটি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে, যার মূল্য ১০ লাখ টাকা। অফিস থেকে চলে যাওয়ার পর বিকেল ৪টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সোয়া ৫টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে তিনটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে ভয়াবহতা বাড়ে। আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইউনিট গিয়ে কাজ করে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। পানির সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা দেরি হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরবি