ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
সিলেটে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেপ্তার  বাবুল

সিলেট: জয় বাংলা ব্রিগেড সদস্য, হাফডজন মামলার আসামি যুবলীগ নেতা বাবুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত বাবুল আহমদ (৪৫), সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। এছাড়া তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা (নং-১৩ (২)’২৫)।  এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।