ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বকেয়া বেতনে দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
গাজীপুরে বকেয়া বেতনে দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ  গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এছাড়া মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। গত সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এক পর্যায়ে মঙ্গলবার সকালে ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

এদিকে কারখানার শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে এবং শ্রমিক মারধরের ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।