ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

এপ্রিলে বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

সিফাত কবির, সিনিয়র সাব-এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ১১, ২০২৫
এপ্রিলে বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী এপ্রিলের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার (১১ মার্চ) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১১ এপ্রিল ইশাক ডারের বাংলাদেশ সফরের গুঞ্জন শোনা গেলেও পাকিস্তান হাইকমিশন সেটি নাকচ করে দিয়েছে।

পাকিস্তান হাইকমিশনের ওই কর্মকর্তা বলেন, এই তথ্য সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এপ্রিলের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন।

ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এটি সত্য যে ফ্লাই জিন্নাহসহ তিনটি ফ্লাইট বাংলাদেশ সরকারের অনুমতি পেয়েছে। উভয় দেশের কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে, তবে এখনও নিশ্চিত নয় কবে ফ্লাইট চালু হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ রুটে ফ্লাইট চালু হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।