ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানে এপিসির ওপর গুলি করে হত্যা: ১০ জনের নামে পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, মার্চ ১১, ২০২৫
অভ্যুত্থানে এপিসির ওপর গুলি করে হত্যা: ১০ জনের নামে পরোয়ানা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার অদূরে সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এ ঘটনায় আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজি এম এইচ তামিম। শুনানি শেষে তিনি বলেন, সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিনকে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।  

এর আগে, ইয়ামিন হত্যার ঘটনায় ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহতের মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুন কাদির। তার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সাকিল আহমাদ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ইএসএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।