ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম। রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।  
হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি। নিহত সাইফুর রহমানের সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,

এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।  

তখন ওসি মো. জিয়াউর রহমান জানান, সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। আশপাশের লোকজন তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন সাইফুরের স্ত্রী। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এতে উপাধ্যক্ষ সাইফুর রহমান উত্তরখানে একা থাকা শুরু করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।